ঈশ্বরদীতে ২৪ যুবদল নেতার একসঙ্গে পদত্যাগ

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ৪২ জনের মধ্যে ২৪ জন পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়কসহ মোট ২৪ নেতা।

শনিবার সন্ধ্যায় পদত্যাগকারী ২৪ নেতা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সন্জু ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।

পদত্যাগের বিষয় সম্পর্কে তারা জানান, ঈশ্বরদী পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে গঠন করায় সদ্য ঘোষিত এ কমিটি বাতিলের দাবিতে যুবদল ঈশ্বরদী পৌর শাখা গত ৫ মে এক সংবাদ সম্মেলনে আলটিমেটাম দেয়।

এতে সাত দিনের মধ্যে নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আলোচনার সাপেক্ষে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন না করলে অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করবে বলে ঘোষণা দেওয়া হয়।

কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না করায় এই পদত্যাগের ঘটনা ঘটল।

কমিটি থেকে পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম জিতু, রাশেদুল ইসলাম রিপন, শামীম আক্তার রতন, রেজাউল হক মুকুল, আবু জাহিদ উজ্জ্বল, আসাদুজ্জামান আসাদ, মো. সেলিম চৌধুরী, সাইদুল ইসলাম, মাহাবুবুর রহমান রিয়াদ, সদস্য রফিকুল ইসলাম তুহিন, কিরণ সরদার, হাফিজুর রহমান হাফিজ, নূর মোহাম্মদ স্বপন, সাইফুল ইসলাম ফয়েজ, মোহাম্মদ শওকত আলী, মো. সাইদুর ইসলাম, মো. সাহিদুর রহমান সাহেদ, সোহেল রানা পাখি, মো. মুশফিকুর রহমান মিশন, রবিউল ইসলাম রাজু, জুবায়ের ফারুক রাজিব, মোহাম্মদ শেখ রিংকু, মো. সুমন।

 

সূত্রঃ যুগান্তর