ঈশ্বরদীতে সাব রেজিস্টারকে হুমকি: ভুয়া দলিল লেখকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে সাবরেজিস্ট্রারে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় এক ভুয়া দলিল লেখককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ওই দলিল লেখককে কারাদণ্ড দেওয়া হয়। তার নাম তার নাম হাবিবুর রহমান। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া
এ রায় দেন। পরে হাবিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, হাবিবুর রহমান দলিল লেখক ছিলেন। তবে দুর্নীতির কারণে তার লাইসেন্স বাতিল হয়ে যায়। কিন্তু তার পরেও দলিল লেখক সেজে তিনি নানা অপকর্মে জড়িত ছিলেন। এমনকি তিনি উপজেলা সাবরেজিস্টারকেও নানাভাবে হয়রানি করে যাচ্ছিলেন। এরই মধ্যে গত মঙ্গলবার দুপুরে একটি দলিল ভুয়া কাগজপত্র দিয়ে জোর করে দাখিলের চেষ্টা করেন। এসময় সাবরেজিস্টার রাফায়েল ফাতেমী ওই দলিল গ্রহণ না করে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান সাবরেজিস্টারকে নানাভাবে হুমকি দেন এবং খারাপ আচরণ করেন।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে দলিল লেখক হাবিবুর রহমানকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত বসিয়ে হাবিবুর রহমানকে এক মাসের কারাদণ্ড দেন।
স/আর