বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঈদ উপলক্ষে বিস্ফোরকদ্রব্যের উপর আরএমপি’র নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
আগস্ট ৭, ২০১৯ ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে ঈদ-উল আযহা এর পূর্বের দিন থেকে পরের দিন পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন বিস্ফোরকদ্রব্য না ফোটানোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন -১৯৯২ এর ২৬(ঢ), ২৯(ক), ২৯(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তালোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ঈদগাহ মাঠে জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়। সেই সাথে  যে কোন প্রয়োজনে স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নিতে আরএমপি পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করতে মোবাইল নং-০১৭৬৯-৬৯০৫১৬, টিএন্ডটি নং-০৭২১-৭৬০১৭০ অথবা জাতীয় জরুরী সেবা নং-৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর