ইবিতে ‘সচেতনতা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আশিক বনি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আত্মমূল্যায়নের মাধ্যমে সচেতনতা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভা-কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটি কর্মশালার আয়োজন করে।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন-এর সভাপতিত্বে ও প্রফেসর ড. শফিকুল ইসলাম-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, আইকিউএসি’র কোয়ালিটি এস্যুরেন্স-এর মূল কথা হলো, সম্পৃক্ততা; সব ধরনের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি বলেন, আমাদের সাসটেইনবল ডেভেলপমেন্ট গোলে নারী উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে। আমরা সমন্বিতভাবে সমাজ উন্নয়ন করতে চাই। সমাজের কোন অংশকে বাদ দিয়ে সমাজ উন্নয়নের চিন্তা সফল হবে না।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, সেল্ফ এ্যাসেসমেন্ট হলো একটি একাডেমিক প্যাথলজিক্যাল টেস্ট। এই দেখা-যাচাই-বিশ্লেষণের ভিত্তিতে আমরা আমাদের গন্তব্য নির্ধারণ করতে পারি।

বিভাগের সভাপতি ও সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. ময়নুল হক ও প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আশরাফুল আলম, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

স/অ