রাস্তা ও যোগাযোগব্যবস্থায় বিশ্বসেরা আবুধাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৪৮টি দেশের ৩৯০টি শহর চষে বেড়িয়েছে ডাচ কম্পানি টমটম। তারা পৃথিবীর বিভিন্ন শহরে চলাচলের ব্যবস্থা পর্যবেক্ষণ করে। তাদের বিচারে আবুধাবি হলো পৃথিবীর সেরা রাস্তা আর যোগাযোগব্যবস্থার শহর। কাজেই পরের ভ্রমণের গন্তব্য যদি হয় আবু ধাবি, তাহলে বেশ আরাম-আয়েশে এখানে সেখানে ঘুরে বেড়াতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে আমিরাত তার ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে ৫৮১ মিলিয়ন দিরহাম বিনিয়োগ করেছে। এমনিতেও গত বছর যোগোযোগব্যবস্থার অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আবু ধাবি ছিল বিশ্বের সেরা।

ট্রাফিক সিস্টেমটা খুব ভালো বোঝে টমটম। রাস্তাগুলোকে জালের মতো ছড়িয়ে দেওয়া এবং তাদের গুণগত মানে সবাইকে টেক্কা দিয়েছে দেশটি। ফলে দেশটিতে বার্ষিক যানজটের ঘনত্ব কমিয়ে আনা হয়েছে ১৪ শতাংশ। ট্রাফিক সিগনালে তারা ব্যবহার করেছে ‘ইন্টেলিজেন্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’। এটি ব্যস্ত সময়ে সিগনালে অধিক সময় বসে থাকার যন্ত্রণা হ্রাস করেছে।

আসলে বিনিয়োগের সময় রাস্তার গুণগতমান নির্ধারণটা গুরুত্বপূর্ণ বিষয়। আমিরাত ট্রাফিক এবং ট্রান্সপোর্ট প্রজেক্টে আরো ৯০৯ মিলিয়ন দিরহাম বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে।
সূত্র : দুবাই পোস্ট