ইউটিউব জানাবে কত সময় ভিডিও দেখেছেন

সিল্কসিটিনিউজে  ডেস্ক:

ভিডিও দেখার প্লাটফর্ম ইউটিউবে আপনি অনেক সময় ব্যয় করছেন। কিন্তু কত সময় ব্যয় করছেন তা হিসাব করে বের বেশ জটিল। তাই নতুন একটি ফিচার নিয়ে হাজির হয়েছে প্লাটফর্মটি।

একজন ব্যবহারকারী কত সময় ভিডিও দেখেছেন তা জানিয়েছে দেবে নতুন ফিচারটি। সম্প্রতি ইউটিউব আনুষ্ঠানিকভাবে নতুন ফিচারটির ঘোষণা দেয়।

ইউটিউবে ‘টাইম ওয়াচ’ অপশন থেকে ব্যবহারকারীরা প্রতিদিন, সপ্তাহসহ মোট কত সময় ভিডিও দেখেছেন তা জানতে পারবেন। তবে এর জন্য ব্যবহারকারীকে ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে লগইন থাকতে হবে।

ইউটিউব ব্যবহারকারী হিস্টোরি থেকে ভিডিও দেখার সময়ের তথ্যটি নিয়ে থাকে। তাই যদি ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে ভিডিওয়ের হিস্টোরি মুছে ফেলে তাহলে সঠিক হিসেবে পাওয়া যাবে না।

সব ব্যবহারকারীর কাছে এখনো পৌঁছেনি ফিচারটি। ধীরে ধীরে তা পৌঁছে যাবে বলে  জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এদিকে ইউটিউব ভিডিওতে বাধ্যতামূলক বিজ্ঞাপনের পরিসর বাড়ানো হচ্ছে। এতে বিজ্ঞাপনের ভিডিও দেখার সময় তা বন্ধ করা যাবে। বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো হবে। ফলে কনটেন্ট নির্মাতার আয় বাড়বে।

সিনেট অবলম্বনে