মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুর উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Paris
মে ১৪, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

 দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শামীম আহমেদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটার্নিং অফিসার, কল্যাণ চৌধুরী,সিনিয়র জেলা নির্বাচন অফিসার,শাহিনুর ইসলাম প্রামাণিক,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম প্রমুখ।

এ উপজেলায় আগামি ২১ মে মঙ্গলাবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ টি আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ টি। এছাড়াও তৃতীয় লিংঙ্গ (হিজরা) ভোটার রয়েছে ১টি।

সর্বশেষ - রাজশাহীর খবর