আন্তর্জাতিক পুরস্কার পেল ইডটকো

সিল্কসিটিনিউজে  ডেস্ক:

মোবাইল টাওয়ার সেবা দেওয়ায় আন্তর্জাতিক একটি পুরস্কার পেয়েছে ইডটকো।

টেলিকম খাতে এমন সেবা দেওয়ায় ‘এশিয়া প্যাসেফিক টেলিকমস টাওয়ার কোম্পানি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছে দেশিও প্রতিষ্ঠানটি। পুরস্কারটি দিয়েছে ‘ফ্রস্ট অ্যান্ড সালিভান’।

এশিয়া প্রশান্ত অঞ্চলে এই ক্যাটাগরিতে এটি দ্বিতীয়বারের মতো স্বীকৃতি এবং এর আগে ২০১৬ সালে সাউথ এশিয়া টেলিকমস টাওয়ার কোম্পানি অব দ্য ইয়ার স্বীকৃতি অর্জন করেছিল ইডটকো।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইডটকো গ্রুপের সিইও সুরেশ সিধু বলেন, তৃতীয়বারের মতো ফ্রস্ট অ্যান্ড সালিভান থেকে স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। দক্ষভাবে নির্মিত ও পরিচালিত আমাদের শেয়ারযোগ্য অবকাঠামো সঠিকভাবে কার্যক্রম নিশ্চিত করছে, এটি তারই একটি প্রমাণ। পুরস্কারটি আমাদের অঙ্গীকারের স্বীকৃতি, যা বিভিন্ন দেশে আমাদের অব্যাহত প্রচেষ্টা এবং জাতি গঠনে উদ্যোগসমূহকে স্বীকৃতি দিয়ে টেলিকমিউনিকেশন ইকোসিস্টেম নিয়ে কাজ করে।

ইডটকো বেস্ট-ইন-ক্লাস কোম্পানিগুলোর ব্যবসা খাতে ও ২০১৭ সালে ইন্ডাস্ট্রি উন্নয়ন প্রচেষ্টায় শ্রেষ্ঠ হওয়ায় এই পুরস্কার পেয়েছে।