শুক্রবার , ২ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আয়কর আদায় বেড়েছে ২০৭ শতাংশ

Paris
ডিসেম্বর ২, ২০১৬ ১১:১৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এ বছর গতবারের চেয়ে তিন লাখ বেশি আয়কর বিবরণী পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর আদায় বেড়েছে ২০৭ শতাংশ।
২০১৬-১৭ করবর্ষে আয়কর দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন পর বৃহস্পতিবার এনবিআরের দেওয়া পরিসংখ‌্যানে এই চিত্র পাওয়া যায়।
গত জুন পর্যন্ত আয়কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ‌্যা ১৯ লাখ ৭৯ হাজার ৮৮৯ জন হলেও সবাই আয়কর বিবরণী জমা দেন না।
গত বছর ৮ লাখ ১৫ হাজার ৪৮৩ জন করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। আয়কর আদায় হয়েছিল ১ হাজার ৮৩ কোটি ৬০ লাখ টাকা।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ে গতি আনতে আয়কর বাড়াতে বেশ জোর দিয়েছিল এনবিআর। জেলা-উপজেলায় মেলার পাশাপাশি অনলাইনেও রিটার্ন জমা চালু করা হয়।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সবমিলিয়ে সাড়ে ১১ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এই সংখ‌্যা গতবারের চেয়ে ৪০ দশমিক ৩৪ শতাংশ বেশি।
ব‌্যক্তি শ্রেণির করদাতাদের কাছ থেকে মোট আদায় হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা। আদায়ের পরিমাণ বেড়েছে ২০৭ শতাংশ।
জুনের ১৯ লাখ থেকে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে বলে এনবিআর জানিয়েছে।
সময় অতিক্রান্ত হলেও রিটার্ন দাখিলের জন্য সময় বাড়াতে ১ লাখ ৫১ হাজার ৮৮৯ জন করদাতা আবেদন করেছেন বলে এনবিআর জানায়।
যে সব করদাতা সময় চেয়ে আবেদন করেছেন তাদেরকে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
এনবিআরের তথ্য অনুযায়ী, এবার ১ থেকে ৭ নভেম্বর আয়কর মেলায় ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন করদাতা রিটার্ন দাখিল করেন। আয়কর সপ্তাহে জমা দেন (নভেম্বর মাসের শেষ সপ্তাহ) ৩ লাখ ১১ হাজার ৯৯৭ জন।
সারা দেশের বিভিন্ন কর সার্কেলে ৬ লাখ ৩৭ হাজার ৯০২ জন করদাতা তাদের আয়কর বিবরণী দাখিল করেছেন।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ - জাতীয়