‘এত তাড়াতাড়ি বলতে পারব না, অবসর ভেঙে ফিরব কিনা’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

তিনি হতে পারতেন ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার। কিন্তু অর্থের প্রতি লোভ আর উগ্র মেজাজের কারণে অনেক আগেই ক্যারিয়ার শেষ হয়ে গেছে মোহাম্মদ আমিরের। ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফিরলেও দুই বছর আগে বোর্ডের ওপর রাগ করে অবসর নিয়েছেন। সম্প্রতি তিনি ইংলিশ কাউন্টি দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন।

তাহলে কি এবার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরবেন এই পাকিস্তানি পেসার?

গতকাল বৃহস্পতিবার সাউথ্যাম্পটনে অনুষ্ঠিত কাউন্টি ম্যাচে গ্লস্টারশায়ারের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে মৌসুমে নিজের প্রথম উইকেট পেয়েছেন আমির। খেলা শেষে উপস্থিত সাংবাদিকরা ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে প্রশ্ন করেন, তিনি অবসর ভেঙে টেস্টে ফিরবেন কিনা। জবাবে আমির বলেন, ‘টেস্টে ফেরা নিয়ে এখনই কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না, সবকিছু পরিবর্তন হতে পারে। তবে এই মুহূর্তে আমি গ্লস্টারশায়ারের হয়ে খেলা উপভোগ করছি। ‘

গ্লস্টারশায়ারের হয়ে এবারের মৌসুমে তিনি ৩টি ম্যাচ খেলবেন আমির। ৩ বছর পর লাল বলের ক্রিকেটে ফেরার অনুভূতি নিয়ে আমির বলেন, ‘তিন বছর পর খেলছি।  একজন ফাস্ট বোলার হিসেবে কাজটা সহজ নয়। গত ৩ বছরে আমি কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলিনি। তবে প্রথম ম‍্যাচের পর ভালোই লাগছে।  সতীর্থদের সাহায্য করতে ভালো করার চেষ্টা করছি। একজন বোলার হিসেবে ভালো বোলিং করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমার দায়িত্ব। সেটিই করার চেষ্টা করছি। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ