আম্ফানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

আম্ফানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি হয়েছে। বুধবার সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং রাত দেড়টার দিকে দমকা হাওয়া শুরু হয়।

এতে শিবগঞ্জ উপজেলায় কিছু ছোট আমগাছ ভেঙ্গে পড়ে আমের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো খেতে ধানের কিছুটা ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, আম্ফানের প্রভাবে নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাটে ৫ ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেঁপে ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধানগাছ নুইয়ে পড়লেও রোদ উঠলে সব ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, দমকা হাওয়াসহ বৃষ্টিতে কাঁচা ঘরবাড়িসহ তেমন ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টা থেকে জেলার কোথাও বিদ্যুৎ না থাকলেও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

স/অ