মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমি গ্রেফতার আর মন্ত্রীর ছেলে মুক্ত, প্রশ্ন প্রিয়াংকার

Paris
অক্টোবর ৫, ২০২১ ১২:০৩ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খেরির কৃষক বিক্ষোভে যাওয়ার পথেই কংগ্রেস নেত্রী  প্রিয়াংকা গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাকে কড়া পুলিম পাহারায় সিতাপুরের গেস্ট হাউজে রাখা হয়েছে।

সেখান থেকেই এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা পুলিশ প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা যদি আমাকে আটক করতে পারেন, তাহলে অভিযুক্ত মন্ত্রীর ছেলেকে কেন নয়?’

লাখিমপুর খেরিতে রোববার দুই মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটে। সেখানে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনও গ্রেফতার করা হয়নি তাকে।

এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে উত্তর প্রদেশ। পরে মৃত কৃষকদের পরিবারকে ৪৫ লাভ এবং আহত চাষিদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চলতে থাকা বিক্ষোভে ইতি টানার সিদ্ধান্ত নেন কৃষকরা।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক