বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারো ‘ডাক’ মারলেন ইমরুল কায়েস

Paris
নভেম্বর ২৬, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী বিপক্ষে মাঠে নেমেছে জেমকন খুলনা। টসে জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে খুলনা। প্রথম ম্যাচের মত এ ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন ইমরুল কায়েস। ফরচুন বরিশালের বিপক্ষে ২ বলে খেলে আউট হওয়া ইমরুল আজ খেলেছেন ৩ বল।

প্রতিবেদন লেখার সময় ৮.২ ওভারে খুলনার সংগ্রহ ৪৭ রান। সাজঘরে ফিরে গেছেন চারজন ব্যাটসম্যান। ইমরুল কায়েস ছাড়াও আউট হয়েছেন এনামুল হক বিজয় (২৬), সাকিব আল হাসান (১২) ও জহিরুল ইসলাম অমি (১)।

রাজশাহীর পক্ষে দুটি উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। মেহেদি হাসান দখল করেছেন একটি ‍উইকেট।

খেলাটি সরাসরি সম্প্রচার করছে দেশের নতুন ও একমাত্র ক্রীড়া বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস।

গত মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিনে জয় পেয়েছিল রাজশাহী ও খুলনা। বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছেল রাজশাহী। অন্যদিকে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ‍উইকেটে জয় পায় খুলনা।

মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

জেমকন খুলনা একাদশ:

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আল-আমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা