আত্রাইয়ে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের নির্বাচন আগামীকাল

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারনার ফলে স্কুল এলাকায় ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। শিক্ষাবিদ, সমাজসেবক ও হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করায় উৎসবের আমেজ বিরাজ করছে সচেতন অভিভাবকদের মধ্যে।

 

এ বিষয়ে ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০২৪ জন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে চলবে ভোট গ্রহন।

 

অভিভাবক সদস্য ৪ জন পুরুষ পদের বিপরীতে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, ১নং প্রতীক নিয়ে মোঃ ওয়াজেদ আলী, ২ নং প্রতীক নিয়ে শেখ বেলাল উদ্দিন, ৩নং প্রতীক নিয়ে মোঃ মুক্তাদুর রহমান, ৪ নং প্রতীক নিয়ে মোঃ আব্দুল মজিদ, ৫নং প্রতীক নিয়ে মোঃ আব্দুল মালেক, ৬ নং প্রতীক নিয়ে মোঃ সেকেন্দার আলী, ৭ নং প্রতীক নিয়ে আব্দুস ছালাম।

 

এদিকে একজন মহিলা অভিভাবক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোছাঃ জয়নব বিবি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা এসিল্যান্ড জয়া মারিয়া প্রেরেরা। অন্যদিকে এলাকার সচেতন মহল মনেকরছেন, ম্যানেজিং কমিটির নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচন করার ব্যাপারে অভিভাবক মন্ডলী সচেতন রয়েছেন।
স/শ