আত্রাইয়ে বিয়ে করতে এসে কনের বাবাসহ বর শ্রীঘরে

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে কনের বাবাসহ বর ও তার বন্ধুকে একমাসের কারাদণ্ডাদেশ দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম এ নির্দেশ দেন। বুধবার সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, বর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. ইসরাফিল আলম (২০), বরের বন্ধু বিলচিকলা গ্রামের মো. ইমরানের ছেলে মো. হেলফর হোসেন (২২) এবং কনের বাবা হাটকালুপাড়া গ্রামের মৃত মো. জাদনের ছেলে মো. আব্দুল করিম (৪৮)।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে- এমন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে অভিযান চালান। এসময় তিনজনকে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করা হলে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের বাবা, বর ও বরের বন্ধু প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

স/শা