আতাইকুলায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনার সুজানগর উপজেলার আতাইকুলা থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় বজলুর রশিদ (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রশিদের বাড়ি সাঁথিয়া উপজেলার মিয়াপুর গ্রামে। তিনি মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আব্দুল আজিজ নামে এক সঙ্গীকে নিয়ে মোটর সাইকেল যোগে উপজেলার কাশিনাথপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন শিক্ষক বজলুর রশিদ। পাবনা-ঢাকা মহাসড়কের বিরাহিমপুর এলাকায় পৌঁছালে একটি মাটি ভর্তি ট্রলির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে সঙ্গীসহ আহত হন শিক্ষক।

 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে বিকেল পাঁচটার দিকে বজলুর রশিদ মারা যান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক ট্রলির চালককে খুঁজে পাওয়া যায়নি।

স/শ