সাংবাদিক সাইদ উদ্দিনের তৃতীয় মৃত্যূ বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:

ভাষাসৈনিক, সাংবাদিক, কলামিস্ট সাঈদ উদ্দিন আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

 
রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি আবু সালে মো. ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিফোনে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য পেশ করেন রাজশাহী প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম আতিক।

 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন- রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি শাহজাহান আলী বরজাহান, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, নিউ ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, দৈনিক উত্তরা প্রতিদিন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, আওয়ামী লীগ নেত্রী মর্জিনা পারভীন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক শাফিউল আলম বুলু, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসলাম-উদ-দৌলা, কলামিস্ট মনোরঞ্জন নন্দী, সাংবাদিক কামাল মালিক, মহিবুল আরেফিন ও কাজী রকিব উদ্দিন, অ্যাডভোকেট সিরাজী শকত সালেহীন এলেন, সমাজ উন্নয়ন কর্মী ইকবাল হাসান টাইগার, প্রয়াত সাঈদ উদ্দিন আহমদের সন্তান আরইউ আহমেদ শাহীন, যুবনেতা আসাদুল হক দুখু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রাজশাহীর সম্পাদক জামিল হোসেন জনি প্রমুখ।

স/শ