সুজানগরে বিএনপি প্রার্থীর প্রচারনায় হামলার অভিযোগ : আহত ৫

নিজস্ব প্রতিবেদক,পাবনা:

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘিরে পাবনার সুজানগরে বিএনপি প্রার্থীর প্রচারনায় হামলা চালানোর অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘিরে বিএনপি প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর প্রচারণায় অংশ নিতে বুধবার দুপুরে সুজানগরে যান পাবনা জেলা বিএনপির নেতারা। সুজানগর পৌর এলাকার মেজর কে এস মার্কেটে মতবিনিময় সভা চলাকালে দুপুর ২টার দিকে অতর্কিত হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের এক দল লোক। হামলায় পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মাসুম বগা, জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা টিকু, নুর ইসলাম সহ ৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু বলেন, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের রোকনের সমর্থক নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। আর এ অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদের রোকন বলেন, হামলার সাথে আওয়ামী লীগ জড়িত নয়।

সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, বিএনপির নেতা কর্মীদের ওপরে হামলার কথা শুনেছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো।

 

এদিকে ঘটনার পর থেকে সুজানগর উপজেলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স/শ