শনিবার , ৭ এপ্রিল ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএলের পর্দা উঠছে আজ

Paris
এপ্রিল ৭, ২০১৮ ২:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

আর মাত্র কয়েক ঘণ্টা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় মাঠে গড়াবে আইপিএলের একাদশ আসর। দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ধোনির দলকে মোকাবিলার আগে অনুশীলনে বেশ ঘাম ঝড়িয়েছেন এ বছরই সানরাইজার্স হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে যোগ দেওয়া ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

খেলা হবে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ঘরের মাঠের দর্শক সমর্থন তাই পুরোটাই পাবে মুম্বাই ইন্ডিয়ানস।

ম্যাচের আগের দিন ফ্লাড লাইটেও অনুশীলন করেছেন রোহিত শর্মা, মুস্তাফিজ, বুমরাহরা। মুম্বাই ইন্ডিয়ানস তাদের ফেসবুক পেজে অনুশীলনের ভিডিও এবং ছবি নিয়মিত আপলোড করে। ম্যাচের আগেও এর ব্যত্যয় ঘটেনি। তারকাদের অনুশীলনের কিছু অংশ তারা সরাসরি দেখিয়েছে।

তা ছাড়া বাংলাদেশের কাটার-মাস্টারকে পেয়ে একটু যেন বেশিই উচ্ছ্বসিত মনে হলো মুম্বাইকে। দলে পৌঁছানো থেকে শুরু করে নিয়মিত নিজেদের পেজে আপডেট দিয়ে যাচ্ছিল এই ক্রিকেটারকে নিয়ে। এমনকি মুস্তাফিজের ভাষাগত সমস্যার কারণে দোভাষী হিসেবে সাবেক ওপেনার নাফিস ইকবালকেও দেশ থেকে উড়িয়ে নিয়ে গেছে দলটি। বোঝাই যাচ্ছে, বাংলাদেশি তারকাকে মাঠের লড়াইয়ে দেখতে কতটা মুখিয়ে আছে মুম্বাই।

এনটিভি

সর্বশেষ - খেলা