অভিবাদন।।মুকতার আলী


অনেক শুনেছি অনুযোগ,
অভিযোগ ডাক্তারি পেষা
নাকি অর্থের গহবরে,
চাপা পড়ে পচে গেছে।

আজ অনুভুত হলো
এখনো এ পৃথিবীতে
মনুষত্ব, মানবতা
সত্যিই বেঁচে আছে।

 

করোনার কালো থাবায়
ওষ্ঠাগত প্রাণটা
নেই  কোন অনুভুতি
আছে শুধুই দমটা।

 

নেই পাশে তার কেহ
আত্বীয়, সংসার
সরে গেছে সবজনা
নিজ প্রাণ লয়ে তার।
আছো শুধু তোমরা
গুটিকতক সেবিকা,ডাক্তার।

 

সারাদেশ লকডাউন
চারিদিকে হাহাকার
অসহায় মানুষের
পাশে শুধুই সরকার।

 

চলছে দেখি হরিলুট
যার যা দরকার,
হবে কি গৃহবন্দি
কোটি কোটি জনতার?

 

আজ অসহায়ের ভরসা
তুমিই শুধু অবতার।

 

মেডিকেলে শোনা যায়
মৃত্যুর করুন বাঁশি
মানুষের মুখে আজ
নেই সামান্য হাঁসি,
করোনাভাইরাস
সে বড় সর্বনাশী।
এক এক করে নিলো
তামাম পৃথিবী গ্রাসী।

 

পৃথিবীটা আজ দেখি
সত্যিই গোলাকার
একই সাথে শুনি তাই
মৃত্যুর হুংকার।

 

ডাক্তার,সহকারী
আছো যারা সেবিকা
দেখি সবাই ঘুমিয়ে গেছে
কেবল তোমরাই জাগিয়া।

 

ঘরে একা থাকা আজ
একমাত্র সম্বল
তোমরা ছাড়া কেউ নেই
অসহায়ের অবলম্বন।

 

মহৎ পেশায় আছো যারা
অভিবাদন তোমাদের,
ভালোবাসা গ্রহন করো
ভালো হোক তোমাদের।।

কবিঃ মোঃ মুকতার আলী
দূর্গাপুর,রাজশাহী।