অবশ্যই লেখক-প্রকাশকদের দুই ডোজ টিকা নিতে হবে

একুশে বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। কারণ নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়েছে দেশে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বইমেলা অনুষ্ঠিত হলে প্রকাশক-বিক্রেতাদের করোনার দুই ডোজ টিকা নিতে হবে।

রবিবার দুপুরে এ কথা জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বইমেলায় প্রকাশক ও বিক্রেতাদের অবশ্যই দুই ডোজ টিকা নিতে হবে। সম্ভব হলে বুস্টার ডোজ নেওয়া নিশ্চিত করতে হবে। একই সঙ্গে করোনার ঊধ্বর্মুখী সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বইমেলার সময়সীমা পেছানোও যেতে পারে।

এর আগে, রবিবার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বইমেলা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য এ বিষয়ে আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে এখনো জানানো হয়নি।

মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘আমরা এখনো অফিশিয়াল চিঠি হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ