ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামীকাল ১৭ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, তোফায়েল আহমেদ এমপি, ড.মোঃ  আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ