শুক্রবার , ৯ অক্টোবর ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৭০% ভোটারের আশঙ্কা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে

Paris
অক্টোবর ৯, ২০২০ ১:২৭ অপরাহ্ণ

৩ নভেম্বরের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভয়ংকর এক সংকটের মুখোমুখী বলে ৭০% ভোটার মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক মিডিয়া হাউজ ‘ফক্স নিউজ’ পরিচালিত এক জরিপে এমন তথ্য উদঘাটিত হয়েছে।

বুধবার প্রকাশিত জরিপ রিপোর্টে আরো বলা হয়েছে, অক্টোবরের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত ১০১২ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়। মাত্র ২৪% বলেছেন যে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যে বিপন্ন এটি তারা মনে করেন না। ৬% বলেছেন যে, তেমন কোন পরিস্থিতির ব্যাপারে তারা নিশ্চিত নন।

 

জরিপে অংশগ্রহণকারি রিপাবলিকান ও ডেমক্র্যাট ভোটারের ৭০% মনে করেন, ৩ নভেম্বরের নির্বাচন হাজির হচ্ছে বিজয়ীর কাছে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থাকে কঠিন এক সংকটে ফেলতে। ‘আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে-এটি কী আপনি মনে করেন?’-এমন প্রশ্নের জবাবে উপরোক্ত মতামত ব্যক্ত করেন উভয় পার্টির ৭০% সমর্থক। এমন জবাব প্রদানকারির ৬২% হলেন রিপাবলিকান এবং ৭৮% ডেমক্র্যাট।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্বাচনে যদি জয়ী হতে না পারেন তবে ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হন্তান্তর না করার মনোভাব প্রকাশের পরিপ্রেক্ষিতে এই জরিপ চালানো হয়। একইদিন ফক্স নিউজ পরিচালিত অপর এক জরিপে ট্রাম্পের চেয়ে বাইডেন ১০ পয়েন্ট এগিয়ে ছিলেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক