মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘হেইসেই’ যুগের বাতাস বিক্রি হচ্ছে জাপানে

Paris
এপ্রিল ২৩, ২০১৯ ৮:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানে মুদি দোকানসহ নানা জায়গায় বিক্রি হচ্ছে কৌটা ভর্তি বাতাস। সেসব কৌটায় রয়েছে হেইসেই যুগের বাতাস! জানা গেছে, প্রায় নয়শ টাকা দরে বিক্রি হচ্ছে বাতাস ভর্তি কৌটা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জাপানের বর্তমান সম্রাট আকিহিতো চলতি বছরের ৩০ এপ্রিল সিংহাসন ত্যাগ করবেন। ১৯৮৯ সালের ৮ জানুয়ারি জাপানের রাজসিংহাসনে বসেন তিনি। তার এ সময়কালকেই হেইসেই যুগ বলা হয়। ফলে কৌটাভর্তি যে বাতাস বিক্রি হচ্ছে, সেটা মূলত এই সময়েরই বাতাস।

সম্রাট আকিহিতোর ক্ষমতা ত্যাগের পর ১২৬তম রাজা হিসেবে ১ মে সিংহাসনে বসবেন তার বড় ছেলে নারুহিতো। রেইওয়া যুগ বলা হবে তার শাসনামলকে।

জানা গেছে, কৌটা ভর্তি বাতাস বাজারজাত করছে জাপানের হেসো প্রডাকশন কোম্পানি। প্রতিষ্ঠানটি এক হাজার ইউনিট বাতাস বিক্রি করতে পারবে বলে প্রত্যাশা করছে।

বাতাস বিক্রির ব্যাপারে হেসো প্রডাকশন কোম্পানির প্রধান মিনোরু ইনামোতো বলেন, বাতাসের আসলে কোনো দাম নেওয়া হচ্ছে না। আমরা চাই মানুষ নতুন যুগে প্রবেশ করার পরেও যেন হেইসেই যুগের নির্মল বাতাসের মাধ্যমে প্রাণভরে শ্বাস নিতে পারে। অনেকে স্মরণীয় করে রাখতেও সংগ্রহে রাখতে পারে এটা।

ওই কৌটার মধ্যে বাতাস ছাড়াও পাঁচ ইয়েনের একটি কয়েন রয়েছে। যেটাকে দেশটির সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

সর্বশেষ - বিচিত্র