তৃণভোজী চতুষ্পদ ডাইনোসরের জীবাশ্ম

চতুষ্পদ তৃণভোজী একটি ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়ার দাবি করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত ডাইনোসরের প্রজাতিটি এর আগে আবিষ্কার করা হয়নি। এটি প্রায় ১৬ কোটি ৮০ লাখ বছর আগে পৃথিবীতে ছিল। এখন পর্যন্ত ডাইনোসরের যত জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে, তার সঙ্গে এর কোনো মিল নেই।

ডাইনোসরদের বিলুপ্তি নিয়ে অনেক কথাই শোনা যায়। একসময় পৃথিবীব্যাপী বিচরণ করা এই প্রাণী নিয়ে মানুষের জানার আগ্রহেরও শেষ নেই। মাঝেমধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় এর জীবাশ্ম ও কঙ্কাল পাওয়ার খবর পাওয়া যায়।

সম্প্রতি আবিষ্কৃত নতুন ডাইনোসরের প্রজাতিটি স্টেগোসর প্রজাতির, যা তৃণভোজী, মাথা ছোট এবং এর দেহের হাড়ের গঠনও আলাদা। এর দেহের বেশ কিছু গুরুত্বপূর্ণ গঠন রয়েছে, যা অন্য স্টেগোসরের দেহে পাওয়া যায়নি। গবেষণায় দাবি করা হয়, এটি এশিয়া মহাদেশ থেকে উদ্ধার করা সবচেয়ে পুরনো স্টেগোসর। এ ছাড়া প্রাচীনতম স্টেগোসরের মধ্যেও একটি।

গবেষণাটি গত বৃহস্পতিবার জার্নাল অব ভার্টিব্রাট পেলিওনটোলজিতে প্রকাশিত হয়।

‘স্টেগোসারিয়া’ হচ্ছে তৃণভোজী ডাইনোসরের সবচেয়ে বড় গোষ্ঠী, যা থাইরোফোরান নামে পরিচিত। এদের জীবাশ্ম অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া ছাড়া প্রায় সব জায়গায়ই পাওয়া গেছে।

গবেষকরা বলেন, নতুন আবিষ্কৃত এই প্রজাতির মাধ্যমে এই গোত্রভুক্ত প্রাণীদের বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ