সোমবার , ১ অক্টোবর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুসানে গীতি প্রথম নারী মেজর জেনারেল হওয়ায় রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

Paris
অক্টোবর ১, ২০১৮ ৯:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী হিসেবে রাজশাহীর মেয়ে ডা. সুসানে গীতি মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। ডা. সুসানে গিতি মহান মুক্তিযুদ্ধে শহীদ মো. খলিলুর রহমানের মেয়ে। তাঁর বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান।

সোমবার রাতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যৌথ বিবৃতিতে বলেন, ‘রাজশাহীর মেয়ে এবং শহীদ পরিবারের সদস্য সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় আমরা গর্বিত। নারী সমাজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমরা তাঁর পেশাগত জীবনের সর্বাঙ্গিক সাফল্য কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বিশ্বব্যাপী তাঁর যোগ্যতা, দক্ষতা, কর্মনিষ্ঠা ও সততার মধ্য দিয়ে মর্যাদার উচ্চশিখরে আসীন হয়েছেন। তেমনিভাবে ডা. সুসানে গীতি তাঁর কর্মের মাধ্যমে রাজশাহীবাসী তথা নারীসমাজের মুখ উজ্জ্বল করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

স/শা

সর্বশেষ - মিডিয়ার সংবাদ