শুক্রবার , ১০ মে ২০২৪ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সোশ্যাল মিডিয়ায় আরইউজে’র সভাপতিকে  নিয়ে কুৎসা রটানোর নিন্দা ও প্রতিবাদ

Paris
মে ১০, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

 

প্রেসবিজ্ঞপ্তি:
‘রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণ’ বিষয়ে গত বৃহস্পতিবার (৯ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের দাবি-দাওয়া, অধিকার এবং অপ-সাংবাদিকতা নিয়ে বক্তব্য প্রদান করেন। আরইউজে সভাপতির এই বক্তব্য নিয়ে একটি ‘কুচক্রিমহল’ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটাচ্ছে যা, আরইউজে’র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আরইউজে’র সভাপতিকে নিয়ে এমন কুৎসা রটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি। যৌথ এই প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে সবসময় আন্দোলন ও বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। সেই সাথে অপসাংবাদিকতার বিরুদ্ধেও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সর্বদা সোচ্চার ও সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় আরইউজের সভাপতি রফিকুল ইসলাম সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দাবি-দাওয়া ও অপসাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন। কিন্তু তার এই বক্তব্য নিয়ে এক শ্রেণির কুচক্রিমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে তাঁর সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ আরইউজে সভাপতির বিরুদ্ধে এমন কুৎসা বন্ধে কুচক্রিমহলের প্রতি উদাত্য আহ্বান জানান। অন্যথায় দ্রুত কুৎসা রটানোকারী এসব কুচক্রিমহলের বিরুদ্ধে আরইউজে সভাপতি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

সর্বশেষ - রাজশাহীর খবর