রবিবার , ১৮ মার্চ ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিংড়ায় হিন্দু দম্পতিকে কুপিয়ে জখম

Paris
মার্চ ১৮, ২০১৮ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের সিংড়া উপজেলায় শনিবার গভীর রাতে এক হিন্দু দম্পতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দম্পতি হলেন- বিমল চন্দ্র ঘোষ (৪৫) ও বেলী চন্দ্র ঘোষ (৩৫)। তাদের বাড়ি একই এলাকায়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার ওসি তদন্ত নিয়ামুল আলম জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটতাজপুর গ্রামে ঘরের জানালা ভেঙে বিমল চন্দ্র ঘোষ ও তার স্ত্রী বেলী চন্দ্র ঘোষকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, গভীর রাতে হিন্দু দম্পতিকে কুপিয়ে জখম এটি খুবই দুঃখজনক ঘটনা। তিনি শুনেছেন ৭-৮ জনের একটি গামছা বাহিনী এ ঘটনাটি ঘটিয়েছে। আহতদের মাথা, গলা ও হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, ওই দম্পতি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। এলাকায় তাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই বললেই চলে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর