বিআইডব্লিউটিএর নদীতীরে উচ্ছেদ অভিযান চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ১৬তম দিনের মতো অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার সকাল ৯টা থেকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

এ সময় একটি তিনতলা বাড়ি ভেঙে ফেলা হয়। নদীতীর থেকে ১৫০ গজের মধ্যে তারা এটি ভেঙে ফেলেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, নদীর তীর ভরাট করে যেসব স্থাপনা করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে।

এরই মধ্যে সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার তীরে যে ওয়াকওয়ে নির্মাণ করা হবে, সেটির নকশা করা হয়েছে।

এর আগে ৫ ফেব্রুয়ারি অভিযানের প্রথম দিনে কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পর ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।