বাপ্পি লাহিড়ীকে দুটি গান লিখে দিয়েছিলেন মমতা

ভারতের সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ীকে দুটি গান লিখে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে  সোমবার ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ তথ্য জানান।

মমতা বলেন, বাপ্পি লাহিড়ী ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তার গানগুলি আজকের ছেলেমেয়েদের মাঝেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু’টো গান লিখে দিও। আমি গাইব। গানও লিখে দিয়েছিলাম। কোনও কারণে গেয়ে ওর গেয়ে ওঠা হয়নি।’

মমতা বলেন, ‘আজ মাতৃভাষা দিবসে সব ভাষাভাষির মানুষকে অভিনন্দন জানাই। আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়। সব ভাষাকে ভালোবাসব। কিন্তু যে ভাষায় মা বলতে শিখেছি তাকে একটু বেশি ভালোবাসতে হবে। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। আজকাল বাবা মায়েরাই বাংলা শেখাতে চান না।’

 

সূত্রঃ যুগান্তর