বুধবার , ৯ মার্চ ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Paris
মার্চ ৯, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ মার্চ) দুপুরে লালপুর উপজেলার গোপালপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সয়াবিন তেলের পাচঁ ও দুই লিটার বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ওই ২ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেন। অভিযানে গোপালপুর বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডার ও অমল কুন্ডু স্টোরকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় লালপুর থানার এএস আই সেরাফত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যে কোন পন্য নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত টাকা আদায় করলে ভোক্তা অধিকার আইন -২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/এস

সর্বশেষ - আইন আদালত