লালপুরে ঈদুল আজহা উপলক্ষে ১৩ হাজার ৮৭৪ পরিবারে চাউল বিতরণ


লালপুর  প্রতিনিধ : লালপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০টি ইউনিয়নে ১৩ হাজার ৮শ ৭৪ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়, ভিজিএফ কর্মসুচির আওতায় লালপুর উপজেলার ১০ টি ইউনিনের কার্ডের সংখ্যা ১৩ হাজার ৮শ ৭৪। লালপুর ইউনিয়নে ১ হাজার ৭৩০ , ইশ্বরদি ইউনিয়নে ১ হাজার ৪৯৮, চংধুপইল ১ হাজার ৬৮৮, আরবার ১ হাজার ৫৪১, বিলমাড়িয়া ১ হাজার ০৯২, ওয়ালিয়া -১ হাজার ৬৫১, দুয়ারিয়া ১ হাজার ৪৮৫, এবি ৭ শ ৮৫, কদমচিলান ১ হাজার ১২৮ কার্ডধারী পরিবারের মধ্যে ১০ কেজি করে ১শ ৩৮ দশমিক ৭৪০ মে:টন চাউল বিতরণ করা হয়।
বুধবার ( ২৯ জুলাই) বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ হাজার ৯২ জন কার্ডধারী পরিবারের মাঝে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ট্যগ কর্মকর্তা হাসিবুল ইসলাম, বিলমাড়ীয়া মডেল একাডেমীর অধ্যক্ষ আমজাদ হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।

স/আ.মি