মঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর অভিযোগে মদ-গাড়ীসহ মালিক আটক

Paris
ডিসেম্বর ১, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর অভিযোগে মদ-গাড়ীসহ মালিক আটক করা হয়েছে। নগরীর সিএন্ডবি মোড় এলাকায় রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে।

গাড়ি মালিক রাজশাহী নগরীর একজন স্বনামধন্য ব্যবসায়ীর ছোট ছেলে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশ। শুভেচ্ছা টাওয়ারের মালিকে আনিসুর রহমানের ছেলে বলে জানান ডিবির ডিসি আবু আহাম্মদ আল মামুন।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মামুন আল মাহমুদ সিল্কসিটিনিউজকে বলেন, গাড়িচালক মদ্যপ অবস্থায় কখনো একটি জিপ এবং কখনও একটি প্রিমিও দামি গাড়ি নিয়ে সিএন্ডবি মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় পথচারীদেরও সে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছিল। পুলিশ তার গাড়ি দুটিকে নজরদারিতে রেখেছিল। এরইমধ্যে রাত দশটার দিকে ওই গাড়িটি একজন পথচারীকে আঘাত করতে যায়।

তবে অল্পের জন্য বেঁচে যাই ওই পথচারী। এরপর গোয়েন্দা পুলিশ গাড়ি এবং গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে যায়। আটক গাড়ির মালিককে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে শরীর থেকে মদ বের করার উদ্যোগ নেয়া হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর