শুক্রবার , ১৫ মে ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী বিভাগে একদিনে বাড়লো আরও ৩০ করোনা রোগী

নিউজ ডেস্ক
মে ১৫, ২০২০ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে একদিনে আরও ৩০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৯ জনে দাঁড়ালো। গতকাল সকাল পর্যন্ত ছিলো ২৬৯ জন।

জয়পুরহাট জেলায় বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ জন। দ্বিতীয় অবস্থানে নওগাঁয় ৭৪ জন, আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৯ জন।

এছাড়াও রাজশাহীতে ১৯, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১৩ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ১৫ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সবেচেয় বেশি আক্রান্ত হয়েছে জয়পুরহাটে। এছাড়াও এখন পর্যন্ত মারা গেছে দুইজন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ জানান, রাজশাহীতে করোনা আক্রান্ত ১৭ জনের মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত ১৬ জনের মধ্যে এখনও কেউ সুস্থ হননি। সবাই হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নওগাঁয় আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। করোনার সঙ্গে লড়ছেন ৬৪ জন। নাটোরে আক্রান্ত ১৩ জনের মধ্যে মারা গেছেন একজন। চিকিৎসাধীন ১২ জন।

জয়পুরহাটে একদিনে ১৩ জন বেড়ে আক্রান্তের সংখ্যা ৮৭ জন। এটিই বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। তবে এ জেলায় সুস্থ হয়েছেন ২৪ জন। কেউ মারা যাননি। বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ৯ জন।

সিরাজগঞ্জে একদিনে নয়জন বেড়ে আক্রান্তের সংখ্যা ১৫ জন। সবাই হোম আইসোলেশনে। এখানে সুস্থও হননি কেউ, মারাও যাননি কেউ। আর পাবনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে একজন মাত্র সুস্থ হয়েছেন।

স/আর

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর