করোনাভাইরাসে পরিসংখ্যান ব্যুরো পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক জাফর আহম্মদ খানের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় রেল ভবনের পাশে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাফর আহম্মদ খানের বড় ভাই হারুন অর রশিদ খান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জাফরকে সোমবার গ্রীণ লাইফ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় পরদিন তাকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে উচ্চ প্রবাহের অক্সিজেন দিয়ে রাখা হয়। এছাড়া তার শরীরে শুক্রবার থেকে দুই দফায় ৬০০ গ্রাম প্লাজমাও দেওয়া হয়।

৫৭ বছর বয়সী জাফর স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

সূত্রঃ যুগান্তর