শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রংপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এফবিসিসিআই

Paris
জুলাই ১৬, ২০২১ ৯:১৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর ধারবাহিকতায় এফবিসিসিআই’র পক্ষে করোনা সংক্রমণ রোধে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু কাঁচাবাজার, কোরবানির পশুরহাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের লক্ষে ২০ হাজার পিস মাস্ক জেলা প্রশাসক আসিব আহসানের কাছে হস্তান্তর করেন।

এসময় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ভার্চুয়াল সংযোগের মাধ্যমে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর কাছে জেলার করোনা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি করোনার সংক্রমণরোধে এফবিসিসিআই’র পক্ষ থেকে রংপুরে শিগগিরই চিকিৎসা সামগ্রী দেওয়ার  আশ্বাস দেন।

রংপুর চেম্বার সভাতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ‘করোনা মোকাবেলায় এফবিসিসিআই’র পক্ষে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, হাইফ্লো এনআরবি মাস্ক ও বাইপ্যাপ মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার আশ্বাস দেন। এছাড়া খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকার কথাও জানান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়