বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Paris
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি: 

আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মোহনপুরের তুলশিক্ষেত্র ওয়াটার পার্কে এসব কর্মসূচি পালন করা হয়।

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালামের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ দারা।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ আয়েন উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন- আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, জেলা পরিষদ সদস্য দিলীপ কুমার সরকার তপন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।

অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল-আমিন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল মান্নান, হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রাবেয়া খাতুন সিমাসহ কাউন্সিলর, ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এস

সর্বশেষ - রাজশাহীর খবর