বুধবার , ১ এপ্রিল ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মৃত্যুপুরী ইতালি, করোনার ভয়াল থাবায় গেল আরো ৮৩৭ প্রাণ

Paris
এপ্রিল ১, ২০২০ ৮:১৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালি গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ শত ৩৭ জন। এ নিয়ে ইতালিতে এই ভাইরাসের থাবায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন। বিশ্বে এখন পর্যন্ত ইউরোপের এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা বেশি।

চীনে ভয়াবহ রূপ নেওয়া করোনাভাইরাসটি সারা বিশ্বে মরণথাবা বসিয়ে যাচ্ছে দিনের পর দিন। চীনে ছড়ানো নভেল করোনাভাইরাসের থাবায় প্রতিদিনেই ইতালিতে মারা যাচ্ছেন শতশত মানুষ। এছাড়াও পৃথিবীর অনেক দেশেই আক্রান্তের সংখ্যাও কম নয়।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জনে। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ পাঁচ হাজার ৯২ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন  ১৫ হাজার সাতশ ২২ জন।

এদিকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্ক শহর। তবে যুক্তরাষ্ট্রের অরলিন্স, শিকাগো ও ডেট্রয়েটে ভাইরাসটি দ্রুতই ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক