বুধবার , ৭ জুলাই ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে রাস্তার বেহাল দশা; দেখার কেউ নেই

Paris
জুলাই ৭, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই। এখানে বিএম কলেজ, ডিপ্লোমা কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্বেও দেখেও দেখেনা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ অন্যরাও।

বেশ কিছুদিন পূর্বে প্রবল বর্ষণের প্রভাবে প্রটেকশন ওয়ালের অভাবে মোহবুল্লাহ কলেজ গেট থেকে ঝাউবোনা বটতলা পর্যন্ত রাস্তাটি একেবারে চলার অনুপযোগী হয়ে গেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় চলাচলের জন্য ভরাট ফেলেছি এবং সংশ্লিষ্ট দপ্তর স্থানীয় সরকার বিভাগে আবেদন করেছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুল হকের সাথে কথা বলে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন লিখেছেন প্রাথমিকভাবে রাস্তাটি মেরামত করতে এবং এই অর্থবছরে তিনি চাহিদা দিয়েছেন প্রটেকশন ওয়ালসহ রাস্তাটি সংস্কার করতে।

উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পালের সাথে যোগাযোগ করলে তার সরকারি মুঠোফোনে পাওয়া যায়নি।

তবে ঝাউবোনা বিএম কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন উপজেলা নির্বাহী অফিসার মারফত পেপারস নিয়ে আমি ব্যক্তিগতভাবে মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেস্টায় আছি।

তবে এলাকাবাসীর দাবি উপজেলার এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি যেন প্রটেকশনওয়ালসহ স্থায়ীভাবে সংস্কার করা হয়।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর