শনিবার , ২৮ জানুয়ারি ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যাট হাতে নিয়েছেন মুশফিক, ইমরুলকে নিয়ে শঙ্কা

Paris
জানুয়ারি ২৮, ২০১৭ ৪:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নিউজিল্যান্ড সফরে চোট নিয়ে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটারকে। আশার খবর হলো, তাদের মধ্যে প্রায় সবাই ফিট হতে শুরু করেছেন। আঙ্গুলের চোটে সিরিজের দ্বিতীয় টেস্টে দল থেকে ছিটকে পড়া বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম শনিবার ব্যাট হাতে অনুশীলন করেছেন শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে।

 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই মুশফিক পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে জানালেন বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘মুশফিকের যে আঙুলে ইনজুরিটা ছিল সেটা স্ক্যান করানো হয়। তাতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তাই ইনজুরির ইনটেনসিটি নিয়ে আমরা চিন্তিত না। এখানে আসার পর আমরা ওর ফিজিওথেরাপি শুরু করি। আজকে সে প্রথম ব্যাট হাতে নিয়েছে। আশা করছি এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আসন্ন সিরিজে খেলতে পারবে। তবে কিপিং করতে পারবে কিনা এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।’

 

পাজরের ব্যথা কমতে শুরু করেছে মুমিনুল হকের। ভারতের বিপক্ষে টেস্টে ইমরুল কায়েসকে নিয়ে থাকছে শঙ্কা। এ বাঁহাতি ওপেনারের উরুর ইনজুরির উন্নতি সন্তোষজনক হলেও একই জায়গায়  দ্বিতীয়বার আঘাত পেলে মার্চে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা থাকবে। এজন্য ইমরুলের ব্যাপারে সতর্কবানীই দিয়ে রাখলেন দেবাশীষ চৌধুরী, ‘দেশে ফেরার পর ইমরুলের উরুতে আমরা আরেকটা স্ক্যান করি। এমআরই রিপোর্ট গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়ে। যেহেতু মাংশপেশীর স্ট্রেইন, সেহেতু শঙ্কা থেকে যাচ্ছে। দ্বিতীয়বার যদি একই জায়গায় আঘাত লাগে তাহলে দেড়-দুই মাস মাসের বাইরে থাকতে হতে পারে। ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা সেটা ভাবতে হবে।’

 

মুমিনুলের ইনজুরি নিয়ে এ চিকিৎসক বলেন, ‘মুমিনুলের পাজরে একটা বড় আঘাত ছিল। বাংলাদেশেও আমরা ওর একটা স্ক্যান করাই। স্ক্যানে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। যেহেতু রিক ট্রমা, ব্যথাটা কমতে সময় লাগছে। ব্যথা প্রতিদিনই একটু একটু করে কমছে। মুমিনুলের ব্যাপারে আশা করা হচ্ছে শিগগিরই আগের জায়গায় সে ফিরে যেতে পারবে।’

 

কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি অভিজ্ঞ এ তিন ক্রিকেটার। প্রথম টেস্টে রান নিতে গিয়ে বাঁ পায়ের উরুতে টান পড়ে ওপেনার ইমরুলের। এরপর পাজরে চোট পান মুমিনুল। ওই টেস্টেই আঙুলে চোট পান মুশফিক।

 

এ তিন ক্রিকেটার ছাড়াও নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়েন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান। দেবাশীষ চৌধুরী জানান, ইনজুরিতে নাকি পড়েছিলেন পেসার রুবেল হোসেনও। তবে কনুইয়ের ইনজুরি থেকে সেরে উঠেছেন রুবেল।

 

ডান হাতের বুড়ো আঙ্গুলে চিড় ধরা পড়া মাশরাফির সেরে উঠতে আরো ২-৩ সপ্তাহ লাগবে বলে জানান দেবাশীষ। চিকিৎসকদের কাছে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের তালিকায় নেই মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরে পিঠে ব্যথা অনুভব করছিলেন মোস্তাফিজ। ব্যথা থেকে দেশে ফেরার আগেই মু্ক্তি পান এ বাঁহাতি পেসার।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা