বুধবার , ৩০ জানুয়ারি ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেরোবির দুই সাংবাদিককে ছাত্রলীগের মারধর: রাবি প্রেসক্লাবের তীব্র নিন্দা

Paris
জানুয়ারি ৩০, ২০১৯ ১১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-আমীন ও বাংলাদেশ প্রতিদিনের সোম্য সরকারকে ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান জয় কর্তৃক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।

বুধবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় এক বিবৃতিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষে এ নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ ইতিবাচক নেতৃত্বের নির্দেশ দিলেও ক্যাম্পাসগুলো ছাত্রলীগ নামধারী কতিপয় নেতা সন্ত্রাসীর ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন সময় কোন কারণ ছাড়াই শিক্ষার্থীদের ওপর হাত তুলছে। এমনকি সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা এখন নিত্য দিনের। তাই এসব সন্ত্রাসীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, দীর্ঘদিন হলে আসন পেয়েও উঠতে না পেয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) শহীদ মুখতার ইলাহী হলে সাংবাদিক আল-আমীন ও সোম্য সরকার ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া ও হল সভাপতি হাসান আলীর সাথে দেখা করতে যান। ছাত্রলীগ সভাপতির কথামতো সিটে ওঠতে গেলে কোন কারণ ছাড়াই সৌম্য সরকারকে মারধর ও সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান। এতে আল-আমীন সৌম্যকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন ছাত্রলীগ নেতা জয়।

স/অ

সর্বশেষ - মিডিয়ার সংবাদ