বাঘায় দুই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৬৩ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বাঘা বুদ্ধি ও অটিষ্ট্রিক প্রতিবন্ধী এবং আমোদপুর বাক ও শ্রবণ এবং বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পৃথকভাবে সরকারিভাবে উপজেলা প্রশাসন ও এজেন্ট ব্যাংক এশিয়ার সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, বাঘা বুদ্ধি ও অটিষ্ট্রিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৬৩ জন ও আমোদপুর বাক ও শ্রবন এবং বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীকে পৃথকভাবে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান পৃথকভাবে এই কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম, এজেন্ট ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক সুজিত কুমার বাকু পান্ডে, বুদ্ধি ও অটিষ্ট্রিক প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, আমোদপুর বাক ও শ্রবন এবং বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুন্দরী খাতুন প্রমুখ।

এএইচ/এস