সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিমানবন্দরে কয়েক হাজার ভক্ত বরণ করবে শাকিবকে!

Paris
আগস্ট ১৫, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। সব ঠিক থাকলে আগামী বুধবার ১৭ আগস্ট ঢাকায় পা রাখবেন শাকিব। বিষয়টি নিয়ে এর আগেই বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ আগস্ট দুপুর ১২টায় ঢাকায় ল্যান্ড করব।

এত লম্বা সময় কোথাও ছিলাম না, দারুণ এক ভালোলাগা কাজ করছে।শাকিবের দেশে ফেরা উপলক্ষে দারুণ উত্তেজিত ভক্তরা। ইতোমধ্যে শাকিব খানের ভক্তরা বিমানবন্দরে প্রিয় নায়ককে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন। শাকিব খানের ভক্তদের বিভিন্ন গ্রুপে এ নিয়ে প্রচারণা চলছে।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ইতোমধ্যে দুই হাজার ভক্ত বিমানবন্দরে উপস্থিত হবে এটা নিশ্চিত। তবে যেভাবে ভক্তরা আগ্রহ দেখাচ্ছে তাতে মনে হচ্ছে সংখ্যা আরো বাড়বে বলেই অভিমত সূত্রের।

সুত্রটি কালের কণ্ঠকে বলছে, দেশীয় চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। এখানে শাকিব খানের অনেক করণীয় রয়েছে। ভক্তরা তাই প্রিয় নায়কের কাছ থেকে আগামীর পরিকল্পনা শুনতে চায়। যার ফলে সবাই সংঘবদ্ধ হচ্ছে। কয়েক হাজার ভক্ত সমবেত হবে।

গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

সূত্র : কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন