রবিবার , ১১ মার্চ ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিচার বিভাগীয় কর্মকর্তাদের এসিআর প্রেরণের নির্দেশ

Paris
মার্চ ১১, ২০১৮ ১১:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বার্ষিক গোপন অনুবেদন (এসিআর) পাঠাতে হবে প্রতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে। রোববার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন স্বাক্ষরি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পর্যায়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতি ও নানা প্রয়োজনে এসিআর প্রয়োজন হয়। এর আগে বিভিন্ন সময় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলেও কিছু কর্মকর্তা আদেশ প্রতি পালন করেননি। এতে নানা রকম প্রশাসনিক সমস্যা হচ্ছে। এসিআর সংক্রান্ত নির্দেশনাগুলো যথাযথভাবে পালন না করা চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এছাড়া জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা বিধিমালা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী, অসাদাচরণ ও শাস্তিযোগ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বার্ষিক গোপন অনুবেদন (এসিআর) হাইকোর্টে পাঠাতে নির্দেশ প্রদান করা হলো। আর নির্দেশ পালনে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত