মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাড়ির পাশে দাড়িয়ে থাকা শিশুর প্রাণ গেল বাসের ধাক্কায়

Paris
নভেম্বর ২৪, ২০২০ ৭:৩৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর বাসের ধাক্কায় রিনতি আক্তার (৭) এক শিশু নিহত হয়েছে। সে বাড়ি পাশে রাস্তায় দাড়িয়ে ছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও বাসটিকে আটক করেছে থানা পুলিশ।

নিহত উপজেলার দলদলিয়া ইউনিয়নের রঞ্জু মিয়ার মেয়ে। সে ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিনতি আক্তার বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে ছিল। এ সময় উলিপুর-রংপুরগামী এমএন ক্লাসিক মিনিবাস ওই এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ সময় আশেপাশের লোকজন ধাওয়া করে ঘাতক বাস ও চালককে আটক করেন। পরে উলিপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং চালক খলিলুর রহমানসহ (৪২) বাসটিকে হেফাজতে নেয়।

দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে সদস্য ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর শিশুর থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়