সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন শাহরিয়ার আলম

Paris
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাম্মনডাঙ্গা গ্রামের প্রতিবন্ধী আবদুল মালেক ও মর্শিদপুর গ্রামের ফুলঝুরি বেগমকে হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপজেলার সকল আশ্রয়ন ও গুচ্ছ গ্রামে ৪০০ জন বসবাসকারীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহরিয়ার আলম এমপি উপজেলা মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেন। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। পরে বাঘা শাহী মসজিদের নির্মানাধীন অজুখানার উদ্বোধন করেন শাহরিয়ার আলম এমপি।
উপজেলা চত্বরে হুইল চেয়ার ও চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান, ওসি আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, উপজেলা যুব লীগের সভাপতি কামরুজ্জামান নিপন প্রমুখ।

সর্বশেষ - রাজশাহীর খবর