বৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘা-চারঘাটে ৪৮২ বোতল ফেন্সিডিলসহ আটক ১৬

Paris
জুলাই ৫, ২০১৮ ৬:৩০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা ও চারঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৪৮২ বোতল ফেন্সিডিল, আধা কেজি গাঁজা, ২০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ১৬ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে বাঘা ও চারঘাট থানার পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে। এছাড়া একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

চারঘাটে আটককৃতরা হলো, আনিুসুর রহমান, লাভলী, ইতি খাতুন, সেলিম হোসেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম, তৌফিক হোসেন, আবদুস সাত্তার, ফিরোজ হোসেন, আতাউর রহমান, শাহীন আলী, রাজীবুল ইসলাম। এদের বাড়ি উপজেলার ইউসুফপুর, শলুয়া, ডাকরা পাগলপাড়া ও ভায়ালক্ষীপুর গ্রামে।

বাঘায় আটককৃতরা হলো, উপজেলার সরেরহাট গ্রামের মজিবর হোসেনের স্ত্রী মাবিয়া বেগম, উত্তর মিলিক বাঘা গ্রামের হেদায়েত আলীর ছেলে বাবু হোসেন, আলাইপুর গ্রামের মৃত ভাসান আলীর ছেলে সিরাজুল ইসলাম, কেশোবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে শহিদুল ইসলাম।

বাঘা থানার ওসি রেজাউল হাসান ও চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক ৭টি মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর