বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০১৯ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ বিভ্রাট

Paris
ডিসেম্বর ১২, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ৩০তলা ভবন বিদ্যুৎহীন অবস্থায় থাকে। ফলে ভবনটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সকালে কয়েক ঘণ্টা কাজ করতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ না থাকায় সকাল থেকেই বন্ধ ছিল লিফট। ফলে ওপরের তলার কর্মকর্তারা ভবনে উঠতে না পেরে নিচে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ। কেউ কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠলেও বিদ্যুতের অভাবে কাজ করতে পারেননি। তবে দুপুর দেড়টার দিকে চালু হয় লিফট।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান বলেন, বিদ্যুত সরবরাহে ডিপিডিসি থেকে কোনো ত্রুটি বা সমস্যা নেই। আমাদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যা।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের স্যুয়ারেজ লাইন পরিষ্কারের কাজ করছে। তাই হয়তো ব্যাংকের পক্ষ থেকে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। তারপরও আমরা আমাদের স্টাফ পাঠিয়েছি সেখানে। বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা থাকলে তারা সহযোগিতা করবে।

বিদ্যুতের এই সমস্যায় বাংলাদেশ ব্যাংকের কাজ সাময়িক বন্ধ থাকলেও এতে কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এতে কোনো অসুবিধা হচ্ছে বলে মনে করি না। আমাদের এখানে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা থাকতেই পারে। এটা নিয়ে কথা বলার মতো কিছু হয়নি। সাময়িক সমস্যা হয়েছে। শিগগিরই ঠিক হয়ে যাবে।

ডিজিএম জালাল উদ্দিন জানিয়েছেন, গভীর রাতে একটা ফ্লোরে স্যুয়ারেজ লাইনে ঝামেলা হয়েছে। উনারা সকাল ৬টায় টের পেয়েছেন। এখনও মেরামতের কাজ চলছে।

দুপুর দেড়টার দিকে জালাল উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সকল বৈদ্যুতিক সংযোগ সচল করা হয়েছে। স্যুয়ারেজ লাইনেও এখন আর কোনো সমস্যা নেই।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য