বুধবার , ১২ জুলাই ২০১৭ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরশিতে ব্যাঙ গেথে ২০ গোখরা….

Paris
জুলাই ১২, ২০১৭ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

এবার বরশিতে ব্যাঙ গেথে ধরা হলো ২০টি গোখরা সাপ। এ ঘটনাটি ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তগেদার ফকিরপাড়া এলাকার মাইনুল ইসলামের বাড়িতে। 

মাইনুল ইসলামের স্ত্রী সুমি বেগম সিল্কসিটিনিউজকে জানায়, বেলা সাড়ে ১২টার দিকে তিনি সেলাইয়ের কাজ শেষ করে। নিজ শয়ন কক্ষে ঢুকতে গিয়ে দেখেিএকটি সাপের বাচ্চা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এসময় তিনি চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ছুটে আসে।

তিনি আরো বলেন, এসময় সেই গর্তেরে একটি ব্যাঙ বরশিতে গেথে দেওয়া হয়। এতে সাপটি সেই ব্যাঙটি গিলে নিলে তাকে গর্ত থেকে বরশিতে আটকানো অবস্থায় বের করে মারা হয়। পরে সিই গর্ত খুঁড়ে আরো ১৯টি সাপের বাচ্চা মারা হয়।

উল্লেখ্য, এর আগে নগরীর বুধপাড়া, তানোর উপজেলা এবং ‍দুর্গাপুরে এলাকা মিলে উপজেলার চারটি বাড়িতে মারা পড়লো ১৮২ গোখরা সাপ। এসময় আরো অনেক সাপের ডিম ভাঙা হয়।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর