সোমবার , ৮ মার্চ ২০২১ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

Paris
মার্চ ৮, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাউড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কায় স্থানীয় মহিচরন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১৪৪ ধারা জারী করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া  আফরিন সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেন। সেখানে আইন শৃংখলার অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৩ মার্চ সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে দলের পদ পেতে একাধিক গ্রুপ মুখোমুখী দাঁড়িয়েছে। এমন অবস্থায় আজ সোমবার সকাল ১০টায় দিগদাইড় ইউনিয়ন কমিটির বর্ধিত সভা স্থানীয় মহিচরন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আহ্বান করা হয়। এ সভাকে কেন্দ্র করে সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান  মিনহাদুজ্জামান লীটন এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেনের সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সভায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেন।

 

বগুড়ার সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সভাস্থলে ১৪৪ ধারা জারি করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - রাজশাহীর খবর